
প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে পুলিশ ঐ গাড়ি চালককে গ্রেপ্তার করেছে। ৫১ বছরের গাড়িচালক ওই অঞ্চলেরই বাসিন্দা।
নগরীর মেয়র মঙ্গলবারের এ ঘটনাকে ‘ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেছেন। নিহতদের মধ্যে একটি শিশুও আছে। কী কারণে এ ঘটনা ঘটানো হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ লোকজনকে ঘটনাস্থল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।